কুলতলি: এইচ এম বিদ্যালয় প্রাঙ্গণে কুলতলী দক্ষিণ চক্রের ক্রীড়া অনুষ্ঠিত হলো
আজ কুলতলী দক্ষিণ চক্রের অধীন গুড়গুড়িয়া ভুবনেশ্বরী অঞ্চলের সর্বাঙ্গীণ সুস্থ পরিচালনায়,কুলতলী দক্ষিণ চক্রের ক্রীড়া কমিটির সভাপতি অবর বিদ্যালয় পরিদর্শক S.I মোজাম্মেল হক এর পৌরহিত্যে,গৌরবময় উপস্থিতিতে, দেবীপুর এইচ এম বিদ্যাপীঠের ভারপ্রাপ্ত প্রধান রনজিৎ পাত্রের সভাপতিত্বে এবং কুলতলী দক্ষিণ চক্রের সকল শিক্ষক/শিক্ষিকাদের উপস্থিতিতে কুলতলী দক্ষিণ চক্রের সকল অবৈতনিক প্রাথমিক ও নিম্ন বুনিয়াদি বিদ্যালয় শিশু নিয়ে এই সার্কেল ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।