পুরুলিয়া ১: বান্দনা পরবে আলপনা দিতে ব্যস্ত উচালী গ্রামের মহিলারা
সারা জঙ্গলমহল এলাকা জুড়ে অমাবস্যার আগের দিনের থেকেই শুরু হয়েছে বাঁদনা পরব। কৃষিকেন্দ্রিক সংস্কৃতিতে সবথেকে বড় উৎসব হলো। যেখানে কৃষিকাজে ব্যবহৃত সমস্ত যন্ত্রপাতি পুজো এবং গো মাতাকে বন্দনার মধ্য দিয়ে বেশ কয়েকদিন জুড়ে পালিত হয় এই উৎসব। আলপনা দেওয়া যাকে স্থানীয় ভাষায় চোখ পুরা বলা হয়। এলাকার সঙ্গে সঙ্গে এদিন বারোটা নাগাদ পুরুলিয়া এক নম্বর ব্লকের অন্তর্গত উঁচালী গ্রামেও মেয়েরা আলপনা দিয়ে লক্ষ্মীকে আবাহনে ব্যস্ত।