ভাতার: আগামী ২৫ তারিখ দুর্গা উৎসব উপলক্ষে বিধায়কের উদ্যোগে পুজোর উপহার তুলে দেয়া হবে,তাই এরুয়ারে বিধায়কের বৈঠক
আগামী ২৫ তারিখ ভাতারে দুর্গা উৎসব উপলক্ষে বিধায়কের উদ্যোগে পুজোর উপহার তুলে দেয়া হবে ।তাই এরুয়ার দলীয় কার্যালয়ে বিধায়ক বিশেষ বৈঠক করলেন ব্লক তৃণমূল কংগ্রেসের নেতৃত্বদের নিয়ে। কর্মসূচি চলল দুটো ত্রিশ মিনিট পর্যন্ত। দুর্গা পুজোই ভাতার বিধানসভার বিধায়ক প্রত্যেক অঞ্চলের দুস্থ মানুষদের পূজোর উপহার হিসাবে নতুন বস্ত্র তুলে দেন । এ বছরও তিনি সেই কর্মসূচি করবেন আগামী ২৫ শে সেপ্টেম্বর। তাই এরুয়ার তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে কর্মীদের নিয়ে বৈঠক বিধায়কের।