গোর্খাদের স্বপ্ন আমার স্বপ্ন প্রধানমন্ত্রীর এই মন্তব্য শুধুমাত্র গোর্খাদের ভোট পাওয়ার জন্য। বিজেপি শুধুমাত্র ভোটের রাজনীতি করছে।রবিবার বিকেল 5 টা নাগাদ দার্জিলিংয়ের পোখরেবং এলাকায় এমনটাই মন্তব্য করলেন হামরো পার্টি দলের দার্জিলিং মহকুমা সমিতির সভাপতি পূরণ তামাং। প্রসঙ্গত ২০১৯ এর লোকসভা নির্বাচনের আগে প্রধানমন্ত্রী শিলিগুড়িতে জনসভাতে এসে বলেছিলেন গোর্খাদের স্বপ্ন আমার স্বপ্ন। কিন্তু বাস্তবে পাঁচ বছরে সেই স্বপ্ন পূরণ হয়নি গোর্খাদের।