মিরিক: গাড়িধুড়ায় বামনপোখড়ি জঙ্গলে আগুন, ঘটনাস্থানে বনকর্মীরা
শিলিগুড়ি থেকে মিরিক গামী রাজ্য সড়কের গাড়িধুড়ায় বামনপোখড়ি জঙ্গলে ভয়াবহ আগুন। সোমবার দুপুরে আচমকাই ওই রাস্তার দুপাশে আগুন দেখতে পান পথচলতি মানুষেরা। তবে মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে এলাকায়। তবে আগুনের তীব্রতা বাড়ায় এলাকা ধোঁয়ায় ঢেকে যায়। অন্যদিকে রাজ্য সড়কের দু'পাশে এই ভয়াবহ আগুন লাগায় আতঙ্ক ছড়িয়েছে পথ চলতি মানুষদের মধ্যে। বনদপ্তর সূত্রে জানা গিয়েছে ইতিমধ্যে আগুন নিয়ন্ত্রণে ১৫ জন বনকর্মী ঘটনাস্থলে কাজ করছেন।