মাথাভাঙ্গা ২ নম্বর ব্লকের পারাডুবি সংলগ্ন এলাকায় প্রাচীনতম ১১১ তম বার্ষিক মহানামযজ্ঞ উপলক্ষ্যে মহিলাদের কলসযাত্রা অনুষ্ঠিত হয় সোমবার সন্ধ্যা সাতটা নাগাদ। পারাডুবি বাজার ব্যাবসায়ী সমিতি ও হরিমন্দির কমিটির যৌথ উদ্যোগে ২৪ প্রহর ব্যাপী মহানামযজ্ঞ ও অষ্টকালীন লীলা সংকীর্তন উপলক্ষে মহিলারা এদিন এলাকায় কলসযাত্রা বের করে।আয়োজক কমিটির পক্ষে বকুল দাস জানান প্রতিবছরের মতো এবছরও মহানামযজ্ঞর আয়োজন করা হয়। এদিন কলসযাত্রা বের করে জল ভরে প্রতিমা নিয়ে আসা হয়।