জেলাই প্রথম জৈব গ্রাম হিসেবে ঘোষণা করা হল সারেংগা ব্লকের চিলতোর গ্রাম এর আদিবাসী সম্প্রদায় ভুক্ত বেউচা গ্রাম কে। তাই এই গ্রামকে ব্লকের পক্ষ থেকে আনুষ্ঠানিক ভাবে জৈব গ্রাম হিসেবে ঘোষণা করা হয়।এই প্রথম জঙ্গল মহল এই গ্রামে রাসায়নিক সার ও কীটনাশক প্রয়োগ না করেই জৈব সার প্রয়োগ করে কৃষিকাজ হবে বলে জানাযায়। উপস্থিত জেলা কৃষি অধিকর্তা অরুণাভ মুখার্জী, খাত রা মহকুমা কৃষি অধিকর্তা ডক্টর শুভেন্দু হাজরা, সারেংগা ব্লক কৃষি অধিকর্তা সজল কুমার পতি।