ছাতনা: চট বাঁধা পায়ে আর মৃত্যুভয়ে নামতে হয় না জমিতে,
বাঁকুড়ার ছাতনার কৃষকদের হাতে এসেছে
নতুন অস্ত্র—ড্রোন
মাঠে নেমে কীটনাশক ছড়াতে গিয়ে সাপের কামড়ে প্রতিবছর প্রাণ হারান বহু কৃষক। এবার সেই ঝুঁকি কমাতে ছাতনায় নামল ড্রোন। কৃষি তথ্য উপদেষ্টা কেন্দ্রের উদ্যোগে ঝগড়াপুর গ্রামে প্রায় ৫০ বিঘা জমিতে ড্রোনের সাহায্যে কীটনাশক ছড়ানো হয়েছে। কয়েক মিনিটেই সম্পূর্ণ হচ্ছে এক বিঘা জমির কাজ। সময় ও পরিশ্রম বাঁচার পাশাপাশি প্রাণহানির আশঙ্কাও অনেকটাই কমছে। খুশি স্থানীয় কৃষকরা, বলছেন—চাষে এ যেন এক নতুন ভরসা।