সদর: আগরতলা রেল স্টেশন থেকে গাঁজাসহ তিন গাজা পাচারকারী কে গ্রেফতার করে জিআরপি থানার পুলিশ, যার বাজার মূল্য ৪ লক্ষ টাকা
আগরতলা রেল স্টেশন থেকে ২২ কেজি ৩৯০ গ্রাম গাজা সহ তিন নেশা পাচারকারীকে গ্রেফতার করলো জিআরপি থানার পুলিশ । ধৃত নেশা পাচারকারীদের দুইজনের বাড়ি মধ্য চারিপাড়া এবং এক জনের বাড়ি সোনামুড়া।উদ্ধারকৃত গাজার আনুমানিক বাজার মূল্য প্রায় চার লক্ষ টাকা ।বুধবার আগরতলা রেল স্টেশনের জিআরপি থানার পুলিশ আধিকারিক এই সংবাদ জানিয়েছেন।