মেমারি ১: নিয়ন্ত্রণ হারিয়ে বেলাইনে মোটর ভ্যানের ধাক্কা মোটরসাইকেলকে, প্রাণরক্ষা দাদু-নাতির
শংকপুর থেকে মেমারি ডাক্তার দেখাতে যাচ্ছিলেন। বাইকে ছিলেন তিন জন। দাদু, নাতি ও ভাইপো। শুক্রবার বেলা ১১ টা নাগাদ গন্তার হাইস্কুলের কাছে মেমারির দিক থেকে আসা একটি দ্রুতগামী মোটরভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে বেলাইনে চলে এসে ধাক্কা মারে অপরদিক থেকে আসা মোটরসাইকেলকে। গুরুতর আহত হয় বাইক চালক জয়রাম ঘোষ, তাঁর আনুমানিক ৪/৫ বছরের নাতি ও ভাইপো।