বোলপুর-শ্রীনিকেতন: পুলিশকর্মীকে কটুক্তির অভিযোগ, বেলা 11টার মধ্যে বোলপুরে SDPO অফিসে আসার কথা অনুব্রত মণ্ডলের
বোলপুর থানার আইসি লিটন হালদার কে মা বউ তুলিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ আর পুলিশ অনুব্রতর বিরুদ্ধে চারটি ধারায় মামলা রুজু করেছে। আর সেই মামলার কারণে অনুব্রত মণ্ডল কে বোলপুরে এসডিপিও অফিসে হাজিরা হওয়ার নির্দেশ দেয়া হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য অনুব্রত মণ্ডল কি যাবেন বেলা এগারোটায় না এবারও হাজিরা এরাবিন অনুব্রত