হেমতাবাদ: হেমতাবাদের ধোয়ারই এলাকায় কংগ্রেসের সহায়তা শিবির অনুষ্ঠিত
SIR ফর্ম পূরণ করতে গিয়ে সমস্যায় পড়তে হচ্ছে গ্রামের বাসিন্দাদের। সে কারণে পাড়ায় পাড়ায় ক্যাম্প করে ফর্ম ফিলাপের ব্যবস্থা করল হেমতাবাদ ব্লক কংগ্রেস কমিটি। সোমবার হেমতাবাদ ব্লকের ধোয়ারই, বাঙালবাড়ি, সমাসপুর সহ বিভিন্ন এলাকায় সহায়তা শিবির করে কংগ্রেস নেতৃত্ব। যেখানে সাধারণ মানুষ তাদের এস আই আর ফর্ম পূরণ করে। কংগ্রেসের হেমতাবাদ ব্লক সভাপতি তাজিমুদ্দিন তালুকদার, বাঙালবাড়ি অঞ্চল সভাপতি সুজিত সিংহ সহ কংগ্রেস অন্যান্য নেতৃত্বরা উপস্থিত ছিলেন এদিনের কর্মসূচিতে।