বাঁকুড়া জেলা 'কোর্ট বার এসোসিয়েশন' এর শেডটি নির্মান করা হল বিধায়ক তহবিল থেকে। যতদিন বেঁচে থাকব মানুষের জন্য সেবামূলক কাজ করে যাব এই অঙ্গীকারবদ্ধ হয়েছি বিধানসভায় শপথ গ্রহনের সময়। সেইরুপ কাজ করে চলেছি বিগত চার বছর ধরেই। জনসাধারণের সেবা করার জন্য মানুষের সমর্থন ও আশির্বাদটুকু চাই। সাধারন মানুষের ট্যাক্সের টাকা সাধারণের মধ্যেই বিলিয়ে দিতে প্রতিশ্রুতি বদ্ধ হয়েছি। বিজেপি শুধু মুখেই বলেনা, কাজে করে দেখায়। এটাই হল বিজেপির বৈশিষ্ট্য।