বামনগোলা: হব্বিবপুরে SIR পর্যালোচনা বৈঠক: উপস্থিত দলের শীর্ষ নেতৃত্ব
হব্বিবপুর বিধানসভা এলাকায় SIR সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন দলীয় পর্যবেক্ষক ও রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম। তিনি মাঠপর্যায়ের অগ্রগতি, সমস্যা এবং ভবিষ্যৎ করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। বৈঠকে আরও উপস্থিত ছিলেন বামনগোলা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ডিজোবার জয়ধর, যিনি ব্লকের সার্বিক রাজনৈতিক ও প্রশাসনিক অগ্রগতির দিকটি তুলে ধরেন।