সিউড়ি ১: নিয়ন্ত্রণ হারিয়ে মোটরবাইকের ধাক্কা মেরে ধান জমিতে নেমে গেল চারচাকা গাড়ি, ঘটনাস্থলে মৃত্যু হয়েছে একজনের ও আহত একজন
Suri 1, Birbhum | Oct 11, 2025 চন্দ্রপুর থানা এলাকায় রাস্তার উপরেই একটি মোটর বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারা একটি চারচাকা গাড়ি ও তারপরেই রাস্তার ধারে ধান জমিতে নেমে যায় সে চার চাকা গাড়িটি। ঘটনাস্থলেই মোটরবাইকের দুজনের মধ্যে একজনের মৃত্যু হয় ও একজন গুরুতরা আহত হয়েছে। ইতিমধ্যেই দুজনকে নিয়ে আসা হয়েছে সিউড়ি সদর হাসপাতালে।