মহারাষ্ট্রে আয়োজিত ডাইরেক্টর অফ স্পোর্টস অফ ইউথ সার্ভিসেস ৬৯ তম ভারত চলুন প্রতিযোগিতা হয়। national school গেমসে ভারতবর্ষে প্রায় সমস্ত রাজ্য থেকে আগত প্রতিযোগিতা এখানে অংশগ্রহণ করেন । ৫৮ গ্রুপ থেকে ২৩জন এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন তার মধ্যে নদীয়ার বেথুয়াডহরী জেসিএম উচ্চ বিদ্যালয়ের ছাত্রী তথা বেথুয়াডহরী কাঁঠাল বেরিয়া বাসিন্দা অশ্রু করা বিশ্বাস তৃতীয় স্থান অধিকার করে নাকাশি পাড়ার মুখ উজ্জ্বল করেছেন এই নিয়ে তার মায়ের প্রতিক্রিয়া।