ভাঙড় ২: উন্নয়ন যদি পাবলিককে দিতে হয় আমরা দিতে পারব নওশাদ সিদ্দিকীর বাবার ক্ষমতা নেই উন্নয়ন দেওয়ার,বিস্ফোরক দাবি তৃণমূল নেতার
আজ অর্থাৎ বুধবার রাত ৮ টা নাগাদ ভগবানপুর অঞ্চলের গাংআইট তৃণমূল ও যুব তৃণমূল কংগ্রেসের যৌথ উদ্যোগে ৫৫ ও ৫৬ নম্বর বুথ কর্মীদের নিয়ে সভার আয়োজন করা হয়। সভায় উপস্থিত ছিলেন ভাঙ্গড় 2 ব্লক বন ও ভূমি কর্মাধ্যক্ষ খয়রুল ইসলা। তাদের মতে তৃণমূল কংগ্রেসের আসল ভিত্তি হলো বুথ ইস্পাতের মত কঠিন করতে হবে। প্রতিটি বুথে সংগঠনকে আরও শক্তিশালী, আরও মজবুত করতে হবে। মানুষের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক স্থাপন এবং তাদের সুখ-দুঃখে পাশে থাকার অঙ্গীকার করেন এদিন নেতৃত্ব এবং কর্মীরা।