মাথাভাঙা ২: বিনামূল্যে টোটো রেজিস্ট্রেশনের দাবিতে নিশিগঞ্জ বাজারে টোটো ধর্মঘট টোটো ইউনিয়নের সদস্যদের
বিনামূল্যে টোটো রেজিস্ট্রেশনের দাবিতে মাথাভাঙ্গা ২নং ব্লকের নিশিগঞ্জ বাজারে টোটো ধর্মঘটের ডাক দিল মঙ্গলবার দুপুর একটা নাগাদ নিশিগঞ্জ টোটো ইউনিয়নের সদস্যরা।নিশিগঞ্জ টোটো ইউনিয়নের সম্পাদক আবুল মিয়া জানান বিনামূল্যে টোটো রেজিস্ট্রেশনের দাবিতে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।