প্রি প্রাইমারি ও প্রাইমারি স্তরের ছাত্র-ছাত্রীদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় এবছর লংজাম্প বিভাগের জেলায় প্রথম স্থান অধিকার করেছে পুরুলিয়া 2 নম্বর ব্লকের কটরা বালক প্রাইমারি স্কুলের এক ছাত্র । প্রায় বছর পাঁচেকের ওই খুদে স্কুল পড়ুয়াকে তার এই বিশেষ গুণাবলীর জন্য সংবর্ধনা দিয়ে তাকে উৎসাহিত করল পুরুলিয়া ২ নম্বর ব্লকের কুস্তাউর নব দিগন্ত সোসাইটি নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন ।