সিউড়ি ১: বেসরকারি নার্সিংহোমের তিন তলার ছাদের ওপর থেকে বিশাল আকারের সাপ উদ্ধার করলেন সর্প বিশেষজ্ঞ দীনবন্ধু বিশ্বাস
Suri 1, Birbhum | Sep 22, 2025 সিউড়ি S P মোড়ে একটি বেসরকারি নার্সিংহোমের তিন তলা ছাদের উপর একটি বিশাল আকারের সব দেখতে পেয়ে চাঞ্চল্য ছড়ায় নার্সিংহোম চত্বরে। ঘটনাস্থলে সর্প বিশেষজ্ঞ দীনবন্ধু বিশ্বাস পৌঁছে সেখান থেকে সাপটিকে উদ্ধার করেন। পাশাপাশি বনদপ্তরের সহযোগিতায় সাপটিকে পুনর্বাসন দেওয়া হয়েছে।