কুলপি: কুলপি থানা কালীপুজোর উদ্বোধন করলেন অ্যাডিশনাল এসপিও সাংসদ
দক্ষিণ ২৪ পরগনা কুলপি ব্লকের কুলপি থানার কালীপুজোর শুভ সূচনা করলেন অ্যাডিশনাল এসপি ও মথরাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ বাপি হালদার উপস্থিত ছিলেন কুলপির বিধানসভার বিধায়ক জাগরণ হালদার কুলপির ৫০ সমিতির সভাপতি শিক্ষার কর্মদক্ষ ও কুলপির ভিডিও সাহেব কুল্পি থানার পক্ষ থেকে এলাকার বেশ কিছু মহিলাদের হাতে বস্ত্র তুলে দিলেন পুলিশ প্রশাসনের আধিকারিকরা