ভাতারের কুলনগরে বাড়িতে হরিনাম সংকীর্তনের অনুষ্ঠানে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন বাড়ির গৃহিনী, মৃতদেহ রেখেই হরিনাম সংকীর্তন চলল ধর্মীয় রীতিমেনে। ঘটনায় রবিবার ৭:৩০ মিনিটে গ্রামের শোকের ছায়া। ভাতারের কুলনগর চ্যাটার্জি বাড়িতে রাধা গোবিন্দের পুজো উপলক্ষে চলছিল হরিনাম সংকীর্তন। পুজো শুরু হওয়ার কিছুক্ষণের পর বাড়ির গিন্নি অর্চনা চট্টোপাধ্যায়ের বুকে ব্যথা শুরু করে। কয়েক মিনিটের মধ্যেই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।