রানিনগর ১: লোছনপুর অঞ্চলের দুর্গাপুর কবরস্থানের বাউন্ডারি ওয়ালের শুভ শিলান্যাস ও হাইমা
আজ বিকেলে মুর্শিদাবাদ জেলার রানীনগর 1 ব্লকের লোচনপুর অঞ্চলের দুর্গাপুর কবরস্থানের বাউন্ডারি ওয়ালের শুভ শিলান্যাস ও হাইমাস্ট লাইটের শুভ উদ্বোধন করলেন রাণীনগর বিধানসভাএ বিধায়ক সৌমিক হোসেন ও অঞ্চল সভাপতি ও গ্রাম পঞ্চায়েত প্রধান এছাড়াও ব্লক স্তরের একাধিক নেতৃত্ববৃন্দ ও আধিকারিকগণ, বাউন্ডারি ওয়াল ও হাই মাস্ট লাইটের উদ্বোধনে খুশি এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ থেকে শুরু করে স্থানীয় বাসিন্দারা