গোসাবা: BLO দের মেরে হাত ভেঙে দেওয়ার হুমকি দিলেন তৃনমূল বিধায়ক পাল্টা গোসাবায় বিধায়ককে কটাক্ষ করলেন সাংগঠনিক জেলা BJPমুখপাত্র
এবার BLO দের মেরে হাত ভেঙে দেওয়ার হুমকি দিলেন বাসন্তীর তৃনমূল বিধায়ক পাল্টা গোসাবায় বিধায়ককে কটাক্ষ করলেন জয়নগর সাংগঠনিক জেলা বিজেপির মুখপাত্র সঞ্জয় নায়েক বুধবার রাত ১১টায়। দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী থানার ভরত গড়ে বুধবার বিকালে দলীয় কর্মীদের নিয়ে বৈঠকের সময় বাসন্তীর তৃনমূল বিধায়ক শ্যামল মন্ডল বলেন ভোটার তালিকায় যদি কোন BLO ইচ্ছাকৃতভাবে প্রকৃত ভোটারের নাম বাদ দেওয়ার চেষ্টা করে তাহলে তাঁর হাত আমরা ভেঙে দেব বলে হুঁশিয়ারি দেন।