চাঁচল ২: চাঁচলে ইটভাটায় ভয়াবহ দুর্ঘটনা, আর্থমুভারের ধাক্কায় প্রাণ গেল তরুণ শ্রমিকের
ইটভাটায় কাজ করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হল এক তরুণ শ্রমিকের। রবিবার দুপুর সাড়ে বারোটা নাগাদ ঘটনাটি ঘটেছে চাঁচল থানার হারোহাজরা এলাকায় একটি ভাটায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম এটেম মণ্ডল(২২) বাড়ি ওই এলাকার সদরপুরে। পরিবারে রয়েছে স্ত্রী ডলি মণ্ডল ও এক একরত্তি কন্যা সন্তান। ঘটনার শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন ইটভাটায় কাজে যান এটেম। আর্থমুভারের ধাক্কায় তিনি গুরুতর জখম হন। আশঙ্কাজনক অবস্থায় চাঁচল সুপার স্পেশালিটি হাসপ