হাওড়া পাঁচলা থানার পক্ষ থেকে রাজ্যের রক্ত সংকট মোকাবিলায় অনুষ্ঠিত হলো স্বেচ্ছায় রক্তদান শিবির। রবিবার পাঁচলা থানার এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন পাঁচলার বিধায়ক গুলশান মল্লিক হাওড়া গ্রামীণ জেলা পুলিশের পুলিশ সুপার সুবিমল পাল সহ পাঁচলা থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিকরা আর এই রক্তদান শিবির শেষ হয় আনুমানিক একটা তিরিশ নাগাদ আর এই রক্তদান শিবিরে রক্তদান করেছেন 72 জন রক্তদাতা