আগামীকাল সকাল ১১ টা থেকে কড় নিরাপত্তার মধ্য দিয়ে এগরা পৌরসভা আস্থা ভোট হতে যাচ্ছে এই আস্থা ভোটের অশান্তির আশঙ্কা করে আদালতে দারস্ত হয়েছিল বিজেপি পাঁচ কাউন্সিলর আজ কলকাতা হাইকোর্টের বিচারপতি এক গুরুত্বপূর্ণ নির্দেশ জারি করেছে এগরা পুরসভার ভোট প্রক্রিয়ায় যাতে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় সেই আবেদন জানিয়ে বিজেপির কাউন্সিলর একটি রিট পিটিশন জমা দেন, বিচারপতি শুভ্র ঘোষের ইজলাসে এই মামলার শুনানি হয় |