স্বরূপনগর: অবৈধভাবে বাংলাদেশ ফেরত এর চেষ্টা , তারালি সীমান্ত থেকে দালাল সহ আটক ৫, উদ্ধার বাইক
উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার স্বরূপনগর থানার সীমান্ত এলাকা থেকে দালাল-সহ পাঁচজনকে আটক করল ১৪৩ ব্যাটেলিয়ন বিএসএফের জওয়ানরা। বাংলাদেশের যাওয়ার ঠিক আগেই তারালি বিওপি-র বিএসএফ কর্মীরা এক শিশু, দুই মহিলা-সহ মোট পাঁচজনকে ধরে। আটককৃতদের মধ্যে রয়েছে ফিরোজা খাতুন (যশোর জেলা, বাংলাদেশ), তালিম আহমেদ, সাবিনা খাতুন ও তাদের এক বছরের শিশুকন্যা (খুলনা জেলা, বাংলাদেশ)। এছাড়াও, রাজীব দালাল নামে এক পাচারকারীকে গোবিন্দপুর এলাকা থেকে আটক করা হয়েছে এবং তার ব্যবহৃত মোটর