হেমতাবাদের বাঙ্গালবাড়ি গ্রাম পঞ্চায়েতের নৌসরা বুথে অনুষ্ঠিত হল বিজেপির পরিবর্তন সভা। শনিবার সন্ধ্যায় এই কর্মসূচি টি অনুষ্ঠিত হয়। যেখানে উপস্থিত ছিলেন বিজেপির হেমতাবাদ মন্ডল সভাপতি বিপ্লব সরকার। এদিন বিভিন্ন দল ছেড়ে বিজেপি তে অংশ নেন অনেকে।
হেমতাবাদ: বাঙ্গলবাড়ী নৌসরা বুথে পরিবর্তন সভা অনুষ্ঠিত - Hemtabad News