পুরশুড়া: পুরশুড়া থানায় ঝটিকা সফরে হুগলি রুরাল এসপি আরামবাগ SDPO ও আরামবাগ CI আগামী কাল ঈদ উৎসব উপলক্ষে প্রশাসনিক আলোচনায়
পুরশুড়া থানায় উপস্থিত হন SP হুগলি রুরাল কামনাশীষ সেন, SDPO আরামবাগ সুপ্রভাত চক্রবর্তী, CI আরামবাগ অরূপ ভৌমিক।জানাযায় আগামী কাল পবিত্র ঈদ উৎসব সেই উপলক্ষে পুরশুড়ায় ঝটিকা সফরে দেখা গেল পুলিশ কর্তাদের। যাতে এলাকায় কোন অশান্তি না হয় শান্তি শৃঙ্খলা বজায় থাকে সেই নিয়েই প্রশাসনিক আলোচনা বলে জানাযায়।