বনগাঁ: কাজের প্রলোভনে ধর্ষণের অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে, বনগাঁ থানার পুলিশের জালে অভিযুক্ত
কাজের প্রলোভনে ধর্ষণের অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে, বনগাঁ থানার পুলিশের জালে অভিযুক্ত উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ থানা এলাকার এক গৃহবধূর গুরুতর অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে। এরপর বনগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। অভিযোগের ভিত্তিতে বনগাঁ থানার পুলিশের একটি বিশেষ দল মুম্বই অভিযানে যায়। সেখান থেকে গত শনিবার অভিজুক্ত কে গ্রেফতার করতে সক্ষম হয় তারা। সোমবার অভিযুক্তকে বনগাঁয় নিয়ে আসা হয় এবং মঙ্গলবার দুপুর একটা নাগাদ তাকে বনগাঁ মহকুমা আদালতে পেশ।