মুরারই ১: আমভুয়া রাজবংশী পাড়ার কার্তিক মন্দিরের দুর্গা পূজার শুভ উদ্বোধন করলেন ব্লক সভাপতি বিনয় কুমার ঘোষ
মুরারই এক নম্বর ব্লকের রাজগ্রাম পঞ্চায়েতের আমভুয়া রাজবংশী পাড়ার কার্তিক মন্দিরের দুর্গা পুজোর শুভ উদ্বোধন করলেন এদিন ষষ্ঠীর সন্ধায় মুরারই এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বিনয় কুমার ঘোষ। এছাড়াও সঙ্গে ছিলেন রাজগ্রাম অঞ্চল সভাপতি গাউস আলী , রাজগ্রাম পঞ্চায়েতের উপপ্রধান রমেশ ভগত সহ অন্যান্যরা। জানা গিয়েছে, আমভুয়া গ্রামের এবার তাদের প্রথম দুর্গাপুজো।