কাটোয়া ১: "২০২৬ শে পূর্ব বর্ধমান থেকে যদি একটাও আসন আমরা জয়লাভ করি সেটা কাটোয়া বিধানসভা হবে" কাটোয়ায় এসে বললেন BJP বিধায়ক
২০২৬ সালের বিধানসভা নির্বাচনে পূর্ব বর্ধমান থেকে যদি একটাও আসন আমরা জয়লাভ করি সেটা কাটোয়া বিধানসভা হবে, দাবি জয়পুরের বিজেপি বিধায়কের। সারারাজ্যেই প্রায় ৭০ টী বিধানসভা এলাকায় প্রবাস কর্মসূচি করছেন পশ্চিমবঙ্গের বিজেপির বিধায়করা। জয়পুরের বিজেপি বিধায়ক বলেন, গত বিধানসভায় যে কটি বিধানসভা কেন্দ্রে ভারতীয় জনতা পার্টি অতিঅল্প মার্জিনে পরাজিত হয়েছে এইরকম প্রায় ৭০ টি বিধানসভা আসনে আমাদের বিজেপির বিধায়কগণ দুইদিন করে প্রবাস করছেন।