কমলপুর: কমলপুর আশিস দাস হত্যা কান্ডের আসামীদের ফাঁসির দাবিতে আমবাসা কমলপুর সড়ক অবরোধে বসে আশিস দাস এর মা সহ আত্মীয়রা
কমলপুর আশিস দাস হত্যা কান্ডের আসামীদের ফাঁসির দাবিতে আমবাসা কমলপুর সড়ক অবরোধে বসে আশিস দাস এর মা সহ আত্মীয়রা আমবাসা গ্যাস এজেন্সি সংলগ্ন এলাকায়। আশিসের মায়ের দাবি জেলা পুলিশ সুপারের সাথে দেখা করে আশিস হত্যাকান্ডের সাক্ষীদের মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে পুলিশ তাদের নিরাপত্তা দেওয়া সহ বেশ কিছু দাবি নিয়ে রাস্তা অবরোধে বসে পারিবারের লোকজন। এদিকে দুই ছেলের ফটো নিয়ে বুকে নিয়ে কান্নায় ভেঙ্গে পড়েন তার দুই ছেলেকে খুন করা হয়েছে।