হেমতাবাদ: হেমতাবাদের মহিলাকে শ্রীলতাহানীর অভিযোগে মাটিগাড়া থেকে গ্রেফতার উকিল
এক মহিলাকে শ্লীলতাহানির অভিযোগে অভিযুক্ত এক উকিলকে শিলিগুড়ি মাটিগাড়া থেকে গ্রেফতার করে রায়গঞ্জ আদালতে পেশ করল হেমতাবাদ থানার পুলিশ। জানা গিয়েছে ধৃত উকিলের নাম জুলিয়াস নায়ের বাড়ি হেমতাবাদ ব্লকের কাশিমপুর এলাকায়। সোমবার অভিযুক্ত উকিলকে শিলিগুড়ি থেকে গ্রেপ্তার করে মঙ্গলবার দুপুরে রায়গঞ্জ আদালতে পেশ করে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে গত সেপ্টেম্বর মাসের ৭তারিখ হেমতাবাদ থানায় লিখিত অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত উকিলকে গ্রেপ্তার করা হয়।