ভগবানগোলা ২: গ্রামের যুবতীর হাতে মাটির শিল্পে নতুন প্রাণ, তাক লাগাচ্ছে নসিপুরের শম্পা খাতুন
মুর্শিদাবাদ জেলার ভগবানগোলার নসিপুর বড় মসজিদের সামনে মসজিদপাড়ার বাসিন্দা শম্পা খাতুন আজ এলাকায় চর্চার কেন্দ্রে। মাটি দিয়ে একের পর এক অনন্য শিল্পকর্ম তৈরি করে তাক লাগাচ্ছেন এই গ্রামের যুবতী। মাত্র উচ্চমাধ্যমিক পরীক্ষা শেষ করার পর বসে না থেকে নিজের মনের ভাবনা প্রকাশ করতে মাটির শিল্পকর্মে মন দেন শম্পা। কখনও তিনি মাটির ঘর, মাটির ফল, মাটির অলংকার, মাটির ঘড়ি, চায়ের কাপ বা রান্নার সরঞ্জাম তৈরি করছেন, আবার কখনও গড়ে তুলছেন ভারতের মানচিত্র, জাতীয় পতাকা কিংবা