ভগবানগোলা ২: রানিতলা থানার পুলিশের জালে ধরা পড়ল গাঁজাসহ দুই পাচারকারী শুক্রবার ভোর রাত ১ঃ৩০ নাগাদ
মুর্শিদাবাদ জেলার রানিতলা থানার পুলিশের তৎপরতায় গাঁজাসহ দুই পাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার রাতের দিকে অনুপনগর-বালিগ্রাম রোড এলাকা থেকে ধরা পড়ে তারা। ধৃতদের কাছ থেকে মোট ২৩.২২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। ধৃত দুইজনের নাম — ১️⃣ মনিরুল হক (৩২), পিতা আজু শেখ, গ্রাম কেশবপুর ফারাজিপাড়া, পোষ্ট গোপীনাথপুর, থানা ইসলামপুর। ২️⃣ সফিকুল ইসলাম (২৩), পিতা বাসির শেখ, একই গ্রামের বাসিন্দা। পুলিশ সূত্রে খবর, ধৃতরা রানিতলা হয়ে