কাল ছিল মকর সংক্রান্তি এবং আজ আখান যাত্রা এই আখ্যান যাত্রা উপলক্ষে পুরুলিয়া এক নম্বর ব্লকের মানা ড়া অঞ্চলের টা ড়া গ্রামে অনুষ্ঠিত হলো টুসু মেলা।এই টুসু মেলা কে ঘিরে টা ড়া গ্রামে উপস্থিত হয়েছিলেন হাজার হাজার মানুষ। দূর দূরান্তর থেকে মানুষ এসেছিল এই মেলাতে , সেই চিত্র তুলে ধরা হলো এদিন বিকেল বেলা।