মোহনপুর: ভারতীয় মজদুর সংঘ MBB- বিমানবন্দরে ২২ জন অস্থায়ী সাফাই কর্মীকে পুনরায় নিয়োগের দাবি জানায় বিমানবন্দরের অধিকর্তার নিকট
সম্প্রতি এমবিবি বিমানবন্দর থেকে মোট 22 জন মহিলা সাফাই কর্মীকে ছাঁটাই করা হয়েছে। নতুন এজেন্সি এসে উনাদের কাজ থেকে ছাটাই করেছে। উনাদের পুনরায় কাজে বহাল করার দাবিতে এয়ারপোর্টের ডাইরেক্টরর নিকট ডেপুটেশন দিল ভারতীয় মজদুর সংঘ।