নাবালিকার উপর শারীরিক নির্যাতনের অভিযোগে ঝাড়গ্রাম এডিজে–টু আদালত কঠোর সাজা শোনাল অভিযুক্তকে। জানা গেছে, ২০২৩ সালের একটি পক্সো মামলায় জাম্বনীর কদমডিহার বাসিন্দা রাসবিহারী সুঁইকে মোট ২২ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দেন আদালত।মামলা সূত্রে জানা যায়, ২০২৩ সালে জাম্বনী এলাকায় নিজের বাড়ির পিছনের বাঁশবাগানে খেলছিল এক নাবালিকা। সেই সময় জোর করে তাকে সেখানে নিয়ে গিয়ে শারীরিক নির্যাতন করে রাসবিহারী সুঁই।