ভিন রাজ্য থেকে অবৈধভাবে বালি পাচারের ঘটনায় বৃহস্পতিবার রাতে এক ব্যক্তিকে গ্রেপ্তার করার পাশাপাশি বালি বোঝাই একটি ট্রাক আটক করল জামবনি থানার পুলিশ। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, পাশের রাজ্য ঝাড়খণ্ডের দিক থেকে আসার সময় বালি বোঝাই ট্রাকটিকে জামবনি থানার অন্তর্গত চিঁচড়া এলাকার জাতীয় সড়কে অভিযান চালিয়ে বাজেয়াপ্ত করা হয়। এই ঘটনায় ডেবরা এলাকার বাসিন্দা চন্দন দে নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ।