মেখলিগঞ্জ: জামালদহ অনুকূল চন্দ্র মন্দিরে চুরির ঘটনায় চাঞ্চল্য
মঙ্গলবার রাতে জামালদহ অনুকূল চন্দ্র আশ্রমে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। আশ্রম কর্তৃপক্ষ জানায়, এর আগেও মন্দিরে চুরির ঘটনা ঘটে। কিন্তু এই বার রাতের অন্ধকারে রান্নাঘরের জানালার লোহার রড ভেঙে গ্যাস সিলিন্ডার, রান্নার কড়াই, হাড়ি সহ অন্যান্য সামগ্রী চুরি গিয়েছে। বুধবার সকালে রান্না করতে এসে বিষয়টি কর্মীদের নজরে আসে। চুরির ঘটনাটি জামালদহ ফাঁড়ি পুলিশের কাছে জানানো হয়েছে বলে আশ্রমিক গোপীনাথ দে জানান। ঘটনার তদন্ত শুরু করছে মেখলিগঞ্জ থানার পুলিশ।