মোহনপুর: মোহনপুরের SDM পদোন্নতি পেয়ে হয়েছেন ADM, আজ SDM কার্যালয়ে নতুন SDM-র নিকট দায়িত্ব হস্তান্তর করেন বিদায়ী SDM
মোহনপুর মহকুমা শাসক সুভাষ দত্ত পদোন্নতি পেয়ে হয়েছেন এডিএম। আজ মোহনপুর মহকুমা শাসক কার্যালয়ে নবাগত মহকুমা শাসক সজল দেবনাথের হাতে দায়িত্ব হস্তান্তর করলেন বিদায়ী মহকুমা শাসক সুভাষ দত্ত।