বরাবাজার: হাড়িজোড় ভগ্না সেতু পরিদর্শনে জেলা পরিষদের সভাধিপতি ও দুই কর্মাধ্যক্ষ
দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে বরাবাজার থেকে লটপদা, হেরবনা যাওয়ার রাস্তার উপর ভগ্ন প্রায় হাড়িজোড় সেতু, সেই ভগ্ন সেতু পরিদর্শনে শুক্রবার দুপুরে সরজমিনে পৌছালেন পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতো, সঙ্গে উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলা পরিষদের দুই কর্মাধ্যক্ষ, শিবানী মাহাতো ও সুমিতা সিংহ মল্ল, বরাবাজার ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি বিশ্বজিৎ মাহাতো, জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক লম্বদর মাহাতো, সহ অন্যান্যরা।