ভাতার: আট দিন ধরে পাটনা গ্রামের একটি পথ কুকুরের মুখে আটকে থাকা প্লাস্টিকের কৌটো খুলে প্রাণ বাঁচালেন পশু প্রেমী আমির শেখ
পাটনা গ্রামের একটি ফটো কুকুরের মুখে আটকে রয়েছে প্লাস্টিকের কৌটো আট দিন ধরে। কুকুরটি কিছু খেতে পারছে না। এলাকার মানুষ পশুপ্রেমী আমির শেখ কে খবর দিলে তিনি এসে আজ অর্থাৎ শনিবার কৌটো খুলে দিয়ে কুকুরটির নতুন জীবন ফিরিয়ে দিল।