মোহনপুর: শব্দ দূষণ নিয়ন্ত্রণে সাউন্ড সিস্টেমে বসানো হবে সাউন্ড লিমিটার, মহাকরণের সাংবাদিক সম্মেলনে ঘোষণা দিলেন মন্ত্রী
আসন্ন দুর্গাপূজা এবং দীপাবলীর দিনগুলোতে শব্দ দূষণ নিয়ন্ত্রণ করতে এবার নতুন পদক্ষেপ গ্রহণ করতে চলেছে রাজ্য প্রশাসন। সমস্ত সাউন্ড সিস্টেমে বসানো হবে সাউন্ড লিমিটেড। হলে ৭৫ ডিস্পেলের বেশি শব্দ বের হবে না সাউন্ড সিস্টেম থেকে। যার মাধ্যমে পরিবেশকে সুন্দর রাখা সম্ভব হবে বলে দাবি করলেন মন্ত্রী অনিমেষ দেববর্মা।