পুরুলিয়া ১: মাগুড়িয়া কর্মা ডি সর্বসাধারণের উদ্যোগে অনুষ্ঠিত হলো জাত মঙ্গলের
পুরুলিয়া এক নম্বর ব্লকের অন্তর্গত মাগুড়িয়া কর্মাডি সর্বসাধারণের উদ্যোগে এদিন রাত্রে অনুষ্ঠিত হলো জাত মঙ্গলের কমিটি সূত্র থেকে জানা গেছে এই জাত মঙ্গল প্রত্যেক বছরই অনুষ্ঠিত হয়। সেই চিত্র তুলে ধরা হলো এদিন রাতে।