ঝাড়গ্রাম: মানিকপাড়া রেঞ্জ এলাকায় ফের হাতির তাণ্ডবে আতঙ্ক ছড়াল এলাকায়, আতঙ্কিত এলাকার মানুষজন, মাথায় হাত চাষীদের
মঙ্গলবার রাত্রি দশটা নাগাদ ঝাড়গ্রাম জেলার মানিকপাড়া রেঞ্জ এলাকায় ফের হাতির তাণ্ডবে আতঙ্ক ছড়াল এলাকায়।স্থানীয় সূত্রে জানা গেছে, একটি দলছুট দাঁতাল হাতি খাবারের সন্ধানে জঙ্গল থেকে লোকালয়ে প্রবেশ করে এবং মুহূর্তে ধানক্ষেতে ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটায়।হাতিটির তান্ডবে প্রায় ৬ কাঠা জমির পাকা ধান গাছ মাটিতে লুটিয়ে পড়ে, বিপাকে পড়েন স্থানীয় চাষিরা।খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় হুলা পার্টির সদস্যরা ।