বলরামপুর: বামনী জলপ্রপাতে তলিয়ে যাওয়া যুবকের মৃত্যু হলো পুরুলিয়া মেডিক্যাল কলেজ ও হাসপাতালে,রবিবার দেহের ময়না তদন্ত
বন্ধুদের সঙ্গে অযোধ্যা পাহাড়ের বামনী জলপ্রপাতে স্নান করতে গিয়ে ঝর্ণার জমা জলে তলিয়ে যাওয়া যুবকের মৃত্যু হলো পুরুলিয়া মেডিক্যাল কলেজ ও হাসপাতালে।মৃত যুবকের নাম সিদ্ধেশ্বর কুমার(২৩)বাড়ি বাঘমুন্ডি থানার ছাতাটাঁড় গ্রামে।রবিবার দেহের ময়না তদন্ত।