আউশগ্রাম ১: পুতুল নাচ ও নৃত্যনাট্যের মাধ্যমে স্কুলে আসার প্রয়োজনীয়তা ও বাল্যবিবাহ নিয়ে আউশগ্রামের স্কুল পড়ুয়াদের সতর্ক করা হল
পুতুল নাচ ও নৃত্যনাট্যের মাধ্যমে স্কুলে আসার প্রয়োজনীয়তা এবং বাল্যবিবাহের কুফল সম্পর্কে মঙ্গলবার আউশগ্রামের তিনটি স্কুলের পড়ুয়াদের সতর্ক করা হল। আর এই অনুষ্ঠান এদিন আনুমানিক বিকাল ৫টা নাগাদ এলাকায় সাড়া ফেলে দেয়। মূলত বাল্যবিবাহ, টিন এজ প্রেগ্ন্যাসি রুখতে এবং শিশুদের স্কুলমুখি করে তুলতে এমন উদ্যোগ জেলা প্রশাসনের। এদিন আউশগ্রামের তিনটি স্কুল যাদবগঞ্জ হাইস্কুল, আউশগ্রাম হাইস্কুল ও মাঝেরগ্রাম জেবি স্কুলে এই কর্মসূচি গ্রহণ করা হয়।